kolkata 6 months ago

Anis Khan's brother has been attacked : আনিস খানের ভাইয়ের ওপর দুষ্কৃতী হামলা, রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে

Anis Khan's brother has been attacked

 

আমতা, ১০ সেপ্টেম্বর : অজ্ঞাত পরিতয় দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন মৃত ছাত্রনেতা আনিস খানের ভাই সলমন খান। শুক্রবার গভীর রাত একটা নাগাদ ধারালো অস্ত্র নিয়ে সলমনের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। একাধিক কোপ মারা হয় তাঁর শরীরে। সলমন আনিসের খুড়তুতো ভাই। আনিস হত্যাকাণ্ডে অন্যতম সাক্ষীও এই সলমন। আনিসের দাদা সাবির খান জানিয়েছেন, সলমনকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য নিয়েই এই হামলা চালানো হয়। শুক্রবার রাতে সলমনের বাড়িতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। রাতের অন্ধকারে তাঁর ওপর টাঙ্গি দিয়ে আক্রমণ করা হয় বলেও অভিযোগ। মাথার পিছনের দিকে একাধিক অস্ত্রের কোপ মারার পর তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। তাঁর স্ত্রী এসে সবাইকে ডাকাডাকি করেন। পরে সলমনকে আক্রান্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

You might also like!