kolkata

3 weeks ago

Howrah: ডিভিসির ছাড়া জলে প্লাবিত আমতার দ্বীপাঞ্চল ভাটোরা, পূর্ণিমার কোটালে খারাপ পরিস্থিতির শঙ্কা!

Amtar island flooded with water without DVC Vatora
Amtar island flooded with water without DVC Vatora

 

আমতা, ১৭ সেপ্টেম্বর : ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়ে গেল হাওড়ার আমতা বিধানসভার দ্বীপাঞ্চল ভাটোরা। ইতিমধ্যেই দ্বীপাঞ্চলের উত্তর ভাটোরার রাস্তাঘাট-নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মাথায় হাত সাধারণ মানুষের। তবে ডিভিসি যেভাবে জল ছাড়ছে এবং পূর্ণিমার কোটালের জেরে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, ‘প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠক করা হয়েছে। দ্বীপাঞ্চলের পঞ্চায়েতগুলিতে পর্যাপ্ত পরিমাণে ত্রিপল ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। সিভিল ডিফেন্সের টিম পৌঁছেছে। এনডিআরএফকে খবর দেওয়া হয়েছে। দ্বীপাঞ্চলের প্রসূতি মায়েদের মূল ভূখণ্ডে নিয়ে আসা হচ্ছে। ওই এলাকার নদীতে নৌকা চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।"

You might also like!