কলকাতা, ১৮ নভেম্বর : অশোক সাউয়ের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের বক্তব্য, সরকারের পক্ষ থেকে সহমর্মিতা রয়েছে মৃতের পরিবারের সঙ্গে। কিন্তু দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার পর কোনওভাবেই যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয়, সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশি নিরাপাত্তা দিয়ে যাতে দেহ সৎকার করা হয় সেই মর্মেও এদিন আবেদন জানানো হয়। শনিবার আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আদালতে জানান, তাঁর কোনও রাজনৈতিক পরিচয় নেই। তিনি একজন আইনজীবী। একই সঙ্গে তাঁর আর্জি, দেহ যেন পরিবারের হাতে তুলে দেওয়ার হয় ৷ তারপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অশোক সাউয়ের দেহ পরিবারের হাতে তুলে দেবে। পাশাপাশি দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার পর পরিবারের পক্ষ থেকে কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তাও নিশ্চিত করবে পুলিশ, সেই মর্মেও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন সকালে আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, আমহার্স্ট স্ট্রিট থানায় মৃত অশোকের দেহ দিতে চাইছে না পুলিশ। আদালতের নির্দেশে দেহ এখন এসএসকেএম হাসপাতালেই রয়েছে। দেহ দেওয়া হোক। আবেদন নিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এদিন আইনজীবী প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের বক্তব্য, যেহেতু দ্বিতীয় ময়নাতদন্তের প্রয়োজনীয়তা নেই। তাই পরিবার চাইছে দেহ তাদের হাতে তুলে দেওয়া হোক ৷ কিন্তু পুলিশ তা দিতে রাজি নয়। তারা বলছে কোর্টের নির্দেশ ছাড়া মরদেহ দেওয়া যাবে না।