কলকাতা, ৬ জুন : ওডিশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় তদন্তের আগে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় রেলের গাফিলতির অভিযোগ তুলেছেন। এই বিষয়ে মমতাকে কটাক্ষ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রয়াগরাজের বিধায়ক সিদ্ধার্থনাথ সিং।
মঙ্গলবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা মুখপাত্র সিদ্ধার্থনাথ সিং। দলীয় কর্মীদের নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীকে পুজো দেওয়ার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন সিদ্ধার্থনাথ। রাজ্যে বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণে মানুষের মৃত্যু হচ্ছে সেই প্রসঙ্গে সিদ্ধার্থনাথ বলেন, বোমা বিস্ফোরণ আটকাতে রাজ্য সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা খুব খারাপ।