kolkata

3 weeks ago

Arjun Singh: আর্থিক তছরুপের অভিযোগ, সিআইডি দফতরে হাজিরা অর্জুন সিংয়ের

Arjun Singh
Arjun Singh

 

কলকাতা, ১৪ নভেম্বর : ভাটপাড়া পুরসভায় আর্থিক তছরুপের অভিযোগে সমন পেয়ে বৃহস্পতিবার ভবানী ভবনে হাজিরা দেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং।

তাঁকে আগেই নোটিশ দিয়েছিল সিআইডি। এদিন সকাল ১১টার মধ্যে তাঁর ভবানী ভবন পৌঁছনোর কথা ছিল। সময়ের মধ্যে তিনি পৌঁছেও যান। এদিন সকাল ১০টা নাগাদ জগদ্দলের বাসভবন থেকে রওনা দেওয়ার সময় বিস্ফোরক দাবি করলেন তিনি। অর্জুনবাবুর দাবি, “কেউ তৃণমূলের বিরোধিতা করলেই তাঁকে টার্গেট করা হচ্ছে।”

You might also like!