kolkata

6 months ago

EVM row in Bishnupur: স্ট্রং রুম থেকে ইভিএম সরানোর চেষ্টার অভিযোগ 'ভিত্তিহীন', দাবি ডিএম, এসপি-র

Allegation of attempt to remove EVMs from strong room 'baseless', claims DM, SP
Allegation of attempt to remove EVMs from strong room 'baseless', claims DM, SP

 

বাঁকুড়া, ২৯ মে  : বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে স্ট্রং রুম থেকে ইভিএম সরিয়ে ফেলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। অভিযোগ সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে জানিয়ে দিলেন বাঁকুড়ার জেলাশাসক এবং পুলিশ সুপার।

সোমবার হঠাৎ বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে হাজির হয়েছিলেন বিজেপি প্রার্থী। সেখানেই একটি লাইভ ভিডিও করে সৌমিত্র দাবি করেন, স্ট্রং রুম থেকে ইভিএম মেশিন সরিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। এই কাজে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। এমনকি, পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর একাংশ অর্থের বিনিময়ে এই কাজে সহায়তা করছেন বলেও অভিযোগ তোলেন তিনি।

তাঁর অভিযোগের পরেই বুধবার বাঁকুড়া জেলা পুলিশ এবং জেলাশাসকের তরফে একটি বিবৃতি দেওয়া হয় এক্স হ্যান্ডেলে। সেখানেই জানিয়ে দেওয়া হয়, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ইভিএম মেশিন নির্বাচন কমিশনের সুরক্ষা বিধি মেনে সংরক্ষিত করা রয়েছে। সুরক্ষার দিক থেকে কোনও খামতি নেই বলে জানিয়ে দেওয়া হয়।


You might also like!