কলকাতা, ২৩ সেপ্টেম্বর : হস্টেলের ভিতরই যৌন নিগ্রহ ও শ্লীলতাহানির শিকারের অভিযোগ করল ৪ ছাত্রী। ঘটনাস্থল হরিদেবপুর থানার উলটো দিকেই কেওড়া পুকুরে সেন্ট স্টিফেন স্কুলের হস্টেল। অভিযোগ, শ্লীলতাহানির শিকার হওয়া ৪ ছাত্রীরই বয়স ১৩ থেকে ১৪ বছর। হস্টেলে কর্মীরাও মহিলা। অভিযোগ, হস্টেলের মহিলা ওয়ার্ডেন কয়েকদিন আগে বিয়ে করেন। তারপর থেকে তাঁর স্বামী মিশনকে না জানিয়েই মাঝেমধ্যে এই হোস্টেলে এসে থাকতেন। বেশ কয়েক দিন আগে ওয়ার্ডেনের স্বামী প্রথমে এক ছাত্রীকে, পরে আরও তিন ছাত্রীকে যৌন নিগ্রহ করেন।
ছাত্রীর অভিভাবকরা জানতে পেরে রবিবার সন্ধেয় হস্টেলের গেটের সামনে আসেন। হস্টেল থেকে নিজেদের মেয়েদের নিয়ে যেতে চান তাঁরা। তাঁরা হরিদেবপুর থানায় গিয়ে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ করেন। এর ভিত্তিতে ইতিমধ্যে ওই মহিলা ওয়ার্ডেন, তাঁর স্বামী ও একজন স্যারকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিস। সেইসঙ্গে ৪ অভিযোগকারী ছাত্রী ও আরও দুই ছাত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।