kolkata

7 months ago

Agnimitra Paul on Mamata Banerjee : হীরক রাণীর রাজ্যে আরেকটি ফুর্তির দিন পালন : অগ্নিমিত্রা পাল

Agnimitra Paul on Mamata Banerjee

 

কলকাতা, ১ সেপ্টেম্বর  : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর শোভাযাত্রাকে ব্যঙ্গ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। লিখেছেন, “হীরক রাণীর রাজ্যে আরেকটি ফুর্তির দিনপালন। অগ্নিমিত্রা টুইটারে লিখেছেন, “তিনি হাঁটবেন। তিনি আজ হাঁটবেন। সাজো সাজো রব। সাড়ে তিন কিলোমিটারের মিছিল। হাঁটার জন্য বরাদ্দ হয়েছে দুই কোটি ৪০ লাখ টাকার কাছাকাছি।

মিছিল হবে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। মিছিলের কারণ দুর্গাপুজোকে ইউনেস্কর ঐতিহ্যশালী ঘোষণা। এই বিষয়ে তৃণমূল সরকারের কোনও অবদান নেই। তবু তিনি হাঁটবেন। স্কুল ছুটি করে ছাত্র, ছাত্রীদের নিয়ে আসা হবে। তাঁর ইচ্ছে বলে কথা। তিনি হাঁটবেন, সঙ্গে থাকবে হ্যাঁ হ্যাঁ করা দল।

যখন এই মিছিল হবে, তখনও কলকাতার রাস্তায় বসে আছেন হবু শিক্ষকরা। পরীক্ষায় কৃতকার্য হয়েও চাকরি পাননি। এই সরকার চাকরি চুরি করেছে। পুজোর সময়েও হয়ত এরা পথেই বসে থাকবেন। তবু ওনার আনন্দের সীমা নেই। আমার, আপনার করের টাকায় ওনার ইচ্ছেপূরণ।ওনার পরিকল্পনায় বছর ধরে খেলা, মেলা, উৎসব চলে। আজ কাজের দিনেও তিনি পরামর্শ দিয়েছেন অফিস বন্ধ করে দেওয়া হোক, স্কুলেও ছুটি দেওয়া হোক, যাতে সবাই মিছিলে আসতে পারে। তাঁর ইচ্ছেপূরণের জন্য কাজ শিকেয় তুলে পশ্চিমবঙ্গ "অর্ধদিবস " বন্ধ থাকবে।

মিছিলে উপস্থিত থাকবেন কলকাতার দুতাবাসের প্রতিনিধিরা। কাজের দিন সব বন্ধ রেখে এই হুজুগে সামিল হওয়াকে তাঁরা কীভাবে দেখবেন? এরাজ্যের কর্মসংস্কৃতির বেআব্রু চেহারা তাঁর অনুপ্রেরণায় বিশ্বের সামনে। এরপরেও লগ্নি আসবে? তিনি প্যাচে পড়েছেন। গা থেকে দুর্নীতির গন্ধ বেরোচ্ছে। জনগণ প্রশ্ন তুলছে। তাই উৎসব, উৎসব হাওয়া তুলতে মরিয়া। তাঁর দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলে লাভ নেই। কারণ সেটা নেই। শিক্ষা বিষয়টি গুরুত্বহীন এখনকার কান্ডকারখানায় পরিস্কার।“

You might also like!