kolkata 5 months ago

আগের থেকে ভাল আছেন ডোনা গঙ্গোপাধ্যায়, চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভের স্ত্রী

Dona Ganguly

 


কলকাতা, ৬ অক্টোবর : আগের থেকে ভাল আছেন চিকুনগুনিয়ায় আক্রান্ত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। বৃহস্পতিবার সকালে হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে ডোনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

তাঁর ‘লিভার ফাংশন টেস্ট’ করানো হবে। সেই সঙ্গে রক্ত পরীক্ষা করানো হবে। নতুন করে তাঁর দেহে আর র‌্যাশ বেরোয়নি। ফিরেছে খিদে ভাব। বমি ভাব কমেছে ডোনার। সূত্রের খবর, বাড়ি ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন ডোনা। তবে সমস্ত পরীক্ষার ফল খতিয়ে দেখার পরই এ ব্যাপারে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন বলে খবর।


You might also like!