কলকাতা, ৪ সেপ্টেম্বর : ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। এবার নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারল একটি মোটরবাইক। ধাক্কা মারার পর ছিটকে উড়ালপুল থেকে নীচে পড়ে যান বাইক আরোহী। বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় ওই আরোহীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার সকাল তখন সাড়ে ৮টা হবে, তিলজলা ট্র্যাফিক গার্ডের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দ্রুত গতির একটি বাইক পার্ক সার্কাসের দিক থেকে আসছিল। বাইকে ছিলেন দুই আরোহী। সায়েন্স সিটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে। চালক কোনওমতে রক্ষা পেলেও ছিটকে উড়ালপুল থেকে নীচে পড়ে যান আরোহী যুবক। গুরুতর জখম অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।