kolkata

3 weeks ago

Student Death : ফের ছাত্রীর রহস্যমৃত্যু, আনন্দপুরে বেসরকারি কলেজের হস্টেল থেকে উদ্ধার দেহ

Student Death Case (Symbolic Picture)
Student Death Case (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আনন্দপুরে ছাত্রীর রহস্যমৃত্যুতে ধুন্ধুমার কান্ড। বেসরকারি কলেজের হস্টেল থেকে উদ্ধার হল তার দেহ। নিহত সাবানা, বোকারোর বাসিন্দা। হেরিটেজ কলেজে বিএ অনার্সের ছাত্রী ছিলেন তিনি। কলেজের হস্টেলে থাকতেন ওই তরুণী। সহপাঠী ছুটিতে থাকায় ওই ছাত্রী একাই ছিলেন হস্টেলে। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ হস্টেল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। আনন্দপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তরুণী।

কী কারণে আত্মহত্যা করলেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। তরুণীর মৃত্যুর কারণ খুঁজতে তাঁর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে তরুণীর কললিস্ট, মেসেজ খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর মৃত্যুর খবর তাঁর পরিজনদেরও জানানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তরুণীর পরিবারের সঙ্গেও কথা বলছে পুলিশ। 

You might also like!