হাওড়া, ১১ জুন : পুরুলিয়া, রানাঘাট, আসানসোলের পর এবার ডোমজুড়ে দুঃসাহসিক ডাকাতি। মঙ্গলবার ভরদুপুরে সোনার দোকান লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। দোকানের কর্মীদের রিভলবারের বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এক কর্মচারী গুরুতর জখম, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ চার জন দুষ্কৃতী ওই সোনার দোকানে ঢোকে। কর্মীদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মারধর করে। তার পর সকলকে বেঁধে রেখে দোকান থেকে সর্বস্ব লুটপাট করে পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ডাকাতদের ধরতে বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করে দেওয়া হয়েছে। তবে, ঠিক কত টাকার সামগ্রী খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়।