কলকাতা, ৬ সেপ্টেম্বর : রাজ্য সচিবালয় নবান্নে আগামী ৯ সেপ্টেম্বর, সোমবার প্রশাসনিক বৈঠক। রাজ্যস্তরের বৈঠকে সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের ভার্চুয়াল মাধ্যমে যোগ দিতে নির্দেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে পৌরহিত্য করবেন। রাজ্য পুলিশের মহানির্দেশক, সহ মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনারকে ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ ইতিমধ্যেই পাঠানো হয়েছে। উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভার সব সদস্য ও বিভাগীয় সমস্ত দফতরের সচিব ও বিশেষ সচিবদের ও হাজির থাকা বাধ্যতামূলক বলে জানা গিয়েছে।