kolkata

2 months ago

Kolkata Metro : নেতাজির জন্মজয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো, যাত্রীদের সুবিধার্থে সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Kolkata Metro

 

কলকাতা, ২২ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে মেট্রো রেল অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার, ২৩ জানুয়ারি নর্থ সাউথ করিডরে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর-এর মধ্যে আপ এবং ডাউনে মোট ২৩৪টি এবং ইস্ট ওয়েস্ট করিডরে শিয়ালদহ ও সল্টলেক সেক্টর ফাইভ-এর মধ্যে মোট ৯০-টি ট্রেন চলবে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে।

ওই দিন কবি সুভাষ থেকে সকাল ৬.৫০ মিনিটে প্রথম এবং দক্ষিণেশ্বর থেকে রাত ৯.২৮ মিনিটে শেষ ট্রেন ছাড়বে। অন্যদিকে, ইস্ট ওয়েস্ট করিডরে সকাল ৬.৫৫ মিনিটে প্রথম এবং রাত ৯.৪০ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ ট্রেন ছাড়বে বলে জানানো হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

You might also like!