কলকাতা, ৫ সেপ্টেম্বর : শ্যামবাজারে বুধবার রাতে রাত দখল অভিযানে অংশ নিতে গিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর হেনস্থায় প্রকাশ্য প্রতিবাদ করেছেন আর এক অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
সুদীপ্তা সামাজিক মাধ্যমে লিখেছেন, “আপনারা তাঁর অবস্থান দেখলেন না। অথচ ভুয়ো ভিডিওটি দেখে ঘৃণা উগরে দিলেন। আপনার তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন। তিনি তা-ও মেনে নিলেন। এলাকা ছেড়ে দিলেন। তা সত্ত্বেও তিনি যখন গাড়িতে বসে রয়েছেন তখন হামলা চালালেন। কী ভয়াবহ পরিস্থিতি!
আমি এই ঘটনার তীব্র বিরোধিতা করি। আপনারা কী ভুলে গিয়েছেন নারীদের রাত দখলের লড়াইয়ে শামিল হয়েছিলেন? মহিলাদের সম্মান, অধিকার রক্ষার দাবিতে যে আপনারা মিছিলে শামিল হয়েছিলেন ভুলে গিয়েছিলেন? কীভাবে এটা করতে পারলেন? ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যা হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ করি।”