kolkata

8 months ago

সোনারপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু অভিনেতা আজাদ শেখের

Accident (symbolic picture)
Accident (symbolic picture)

 

সোনারপুর, ১১ মে : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকার আড়াপাঁচে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল অভিনেতা আজাদ শেখের । শনিবার ঘটনাটি ঘটেছে । পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আজাদ শেখ। ৩৫ বছরের আজাদ অঙ্কুশ হাজরা অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মির্জা’য় অভিনয় করেছিলেন। ওই সিনেমায় আজাদের ছেলেও একটি ছোট্ট চরিত্রে অভিনয় করে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় মৃতের পরিবারের কাছে। পুলিশ জানিয়েছে, শনিবারই দেহের ময়নাতদন্ত করা হবে।

সোনারপুর থানার জগদীশপুরের বাসিন্দা ছিলেন আজ়াদ। শনিবার ভোর ৪টে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন মামার বাড়ি যাবেন বলে। আজাদের পরিবার সূত্রে খবর, কোনও কারণে দু’দিন পর পরিবারের সকলে মিলে আজাদের মামার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু আজাদ শনিবারই বেরিয়ে পড়েন বাইক নিয়ে। তাঁর বাবা মানা করেছিলেন। কিন্তু শোনেননি আজাদ। তার কিছুক্ষণ পরেই দুর্ঘটনার খবর পায় পরিবার। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, বাইক নিয়ে একটি মালবাহী গাড়িতে ধাক্কা মারে আজাদের বাইক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাইকের গতিবেগ এতটাই ছিল যে, সামনের চাকা খুলে গড়িয়ে যায় রাস্তার। বাইকের সামনের অংশটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। আজাদের পরিবার সূত্রে খবর, বিভিন্ন রকম কাজে যুক্ত ছিলেন ওই যুবক। ব্যবসা ছিল। পাশাপাশি অভিনয় ছিল তাঁর নেশা। আজাদের পরিবারের বাবা-মা ছাড়া নয় বছরের একটি পুত্রসন্তান রয়েছে। আগামী ২০ মে তার জন্মদিন। স্ত্রী মারা গিয়েছেন আগেই।

You might also like!