kolkata

5 days ago

Accident on Park Street: পার্ক স্ট্রিটে দুর্ঘটনা, ডিভাইডারে উঠে গেল যাদবপুরগামী বাস

Accident on Park Street
Accident on Park Street

 

কলকাতা, ১৪ এপ্রিল : মহানগরী কলকাতায় ফের বাসের দৌরাত্ম্য! সোমবার পার্ক স্ট্রিটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে উঠে গেল একটি সরকারি বাস। সোমবার সকালে হাওড়া-যাদবপুর রুটের একটি সরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাসটি যাদবপুরের দিকে যাচ্ছিল।

সেই সময়েই পার্ক স্ট্রিটের কাছে ডিভাইডারের উপরে উঠে যায় সেটি। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, একটি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষি চলছিল দুর্ঘটনাগ্রস্ত বাসটির। সেই সময়েই ডিভাইডারে ধাক্কা মারে সেটি।

You might also like!