দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দল চাইছে, কিন্তু তৃতীয় বার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে গররাজি টলিউডের মহাতারকা৷প্রথমে ভাইরাল অডিয়ো বিতর্কে নাম জড়ায় অভিনেতা-সাংসদের। তারপরই ‘সংসদের শেষ দিন’ বলে জল্পনা বাড়িয়েছেন তিনি। লোকসভা কক্ষের অন্দরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন ‘আমি থাকি বা না থাকি…’, আবার সোশ্যাল মিডিয়ায় সংসদ কক্ষের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ আমার শেষ দিন।’ তাই দেবকে বোঝাতে এবার আসরে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
শনিবার বিকেল ৪ টেয় দেবের সঙ্গে দেখা করতে চেয়েছেন অভিষেক। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে সেই বৈঠক হবে বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার দেবের কিছু মন্তব্যে তৃণমূলের অস্বস্তি বেড়েছে বলে চর্চা চলছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠেছে, তবে কি লোকসভা নির্বাচনে আর লড়ছেন না দেব? নাকি রাজনীতি থেকে একেবারেই দূরে সরে যাচ্ছেন অভিনেতা? শুধু তাই নয়, দুর্নীতি নিয়ে দেবের বিরুদ্ধে যে প্রশ্ন উঠেছে, তারও সাফাই দিয়েছেন তিনি। বলেছেন, ‘এর নাম রাজনীতি। এই রাজনীতিতে আর থাকতে চাই না।’
বৃহস্পতিবার লোকসভায় জিরো আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, ‘আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনে থাকবে।’ এরপরই সোশ্যাল মিডিয়ায় ছবির ক্যাপশনে লেখেন, ‘লোকসভায় আমার শেষ দিন। দিদি-কে ধন্যবাদ। ঘাটাল লোকসভার বাসিন্দাদের ধন্যবাদ।’ এ বিষয়ে দেবকে প্রশ্ন করা হলে তিনি জানান, ভোটে লড়বেন না কি লড়বেন না, সে কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই জানিয়েছেন তিনি।