কলকাতা, ২২ সেপ্টেম্বর : নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। তবে প্রবর্তন নির্দেশালয় (ইডি)-র ইসিআইআর (ইডির করা এফআইআর) খারিজ করল না হাইকোর্ট। শুক্রবার অভিষেককে রক্ষাকবচ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির পর্যবেক্ষণ, সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পরে ইডি কোনও তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে পারেনি।
উল্লেখ্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন করেছিলেন অভিষেক। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রায়দান করে অভিষেককে স্বস্তি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি বলেন, ''ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।" একইসঙ্গে অভিষেককে রক্ষাকবচ প্রদান করেছে হাইকোর্ট।