কলকাতা, ২২ আগস্ট : মাঝে কয়েকদিনের বিরতির পর আর জি কর কাণ্ডে ফের মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, "গত ১০ দিনে আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন গোটা দেশ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, সুবিচারের দাবি করছে, তখনও দেশ জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। ভারতের বিভিন্ন প্রান্তে ৯০০ জনকে ধর্ষণ করা হয়েছে। প্রতিদিন ৯০টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনার রিপোর্ট দায়ের হয়েছে। অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান বার করা গেল না।’’
অভিষেক এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, "আমাদের কঠোর আইন দরকার, যা ৫০ দিনের মধ্যে বিচার এবং দোষী সাব্যস্ত করার বিধান করে, তারপরে যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়, কেবল খালি প্রতিশ্রুতি নয়। রাজ্য সরকারগুলিকে অবশ্যই এই কাজ করতে হবে এবং অবিলম্বে ধর্ষণ বিরোধী আইনের জন্য কেন্দ্রকে চাপ দিতে হবে যা দ্রুত এবং কঠোর ন্যায়বিচার নিশ্চিত করে৷|