কলকাতা, ২৬ সেপ্টেম্বর : দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে ফের নাম না করে বিরোধীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "এটা গান করার সময়। আনন্দ করার সময়। বক্তৃতা করা বা কারও সমালোচনা করার সময় এটা নয়। আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন। সামনের সপ্তাহে তো এই দিনগুলো ফুরিয়ে যাবে।"
মহালয়ার পর এবার প্রতিপদেও একগুচ্ছ পুজো উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার খিদিরপুর ২৫ পল্লি ছাড়াও মুখ্যমন্ত্রীর উদ্বোধনের তালিকায় রয়েছে খিদিরপুর ওয়াটগঞ্জ ২৫ পল্লি, খিদিরপুর ৭৪ পল্লি, বেহালা নূতন দল, বড়িশা ক্লাব, অজেয় সংহতি, ৪১ পল্লী, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মন্দির, আদি বালিগঞ্জ, ২১ পল্লি, গড়িয়াহাট হিন্দুস্থান পার্ক, কালীঘাট মিলন সঙ্ঘের পুজো।
প্রথমে খিদিরপুর ২৫ পল্লির পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। ওই পুজো মণ্ডপ থেকেই সকলের জন্য শুভেচ্ছা বার্তা দেন তিনি। পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে বার্তাও দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষকে বলেন, "আপনারা সকলে কার্নিভ্যালের জন্য প্রস্তুতি শুরু করে দিন। আগামী ৮ তারিখ পুজো কার্নিভ্যাল।"