kolkata

2 months ago

Kolkata News: জোশীমঠের পুনরাবৃত্তি ঘটতে পারে কলকাতা-সুন্দরবনেও, দাবি সেলিমের

Mohammad Selim

 

কলকাতা, ২১ জানুয়ারি : জোশীমঠের মত বিপর্যয় আগামীদিনে দেশের যে কোনও প্রান্তে ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সেলিম বলেন, জোশীমঠের মতো ঘটনা কলকাতা এবং সুন্দরবনে হলেও আশ্চর্য হব না। যেভাবে দেশের বিভিন্ন জায়গায় নদী পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে, যে হারে জলাশয় বোজানো হচ্ছে, তাতে বড় বিপর্যয় ঘটতেই পারে।

নদী বাঁচানো, জলাভূমি সংরক্ষণ নিয়ে কাজ করছে, এমন কয়েকটি সংস্থা এদিন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল। সেখানে অনেক পরিবেশ কর্মীও হাজির ছিলেন। সেলিম বলেন, ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির পিছনে নদীগুলির একটা বড় ভুমিকা আছে। এখন গঙ্গার ঘাটে ঘাটে আরতির বাড়বাড়ন্ত দেখছি। বেনারসে নরেন্দ্র মোদী গঙ্গারতির ব্যবস্থা করেছেন। তাঁর দেখা দেখি এখানে মুখ্যমন্ত্রীও গঙ্গার ঘাটে আরতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। রাজ্যে অবাধে পুকুর, জলাশয় বুজিয়ে ফেলা হচ্ছে।


You might also like!