কলকাতা, ২৭ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মিম বানানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কলকাতার গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে নদিয়া জেলার তাহেরপুরে পারুয়া গ্রামের বাড়ি থেকে তুহিন মণ্ডল নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।
অভিযোগ, এই সব মিমের মাধ্যমে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে। শুধু তাই নয়, এগুলি মুখ্যমন্ত্রীর পক্ষে অবমাননাকর। পুলিশ জানায়, কলকাতার তারাতলার গোরাচাঁদ রোডের বাসিন্দা সাগর দাস নামে এক যুবক অভিযোগ করেন, টিকটকের প্রাচেতা, টোটাল ফান বাংলা, রেয়া প্রিয়া, সাগরিকা বর্মন ভ্লগস,লাইফ ইন দুর্গাপুর ইত্যাদি ইউ টিউব চ্যানেলগুলি মুখ্যমন্ত্রীর বক্তব্য ব্যবহার করে অনেক মিম বানায়। সেগুলি সম্প্রচারের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটতে পারে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালায়। এর পর কলকাতা পুলিশের গুন্ডা দমন ও গোয়েন্দা শাখার আধিকারিকদের পাশাপাশি তারাতলা থানার পুলিশকর্মীরা অভিযান চালিয়ে ৩০ বছর বয়সি তুহিন মণ্ডলকে গ্রেফতার করে। তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে।