kolkata

1 month ago

Firhad Hakim: গঙ্গার স্রোতে ভেসে গেল নিমতলা ঘাটের একাংশ, এলাকায় আতঙ্ক, মন্তব্য মেয়রের

Firhad Hakim
Firhad Hakim

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  রাত্রিবেলা গঙ্গার স্রোতে ভেসে গিয়েছে নিমতলা ঘাটের একাংশ। ফলত, গঙ্গার গ্রাসে তলিয়ে যাওয়ার আতঙ্ক বাড়ছে নিমতলা-বাগবাজার সহ একাধিক এলাকায়। চিন্তায় প্রশাসন।শুধু তাই নয়, এমনকী নিমতলা ঘাটে রবিঠাকুরের সমাধিক্ষেত্র ঘিরে বাড়ছে উদ্বেগ। সেটিও কার্যত বিপদসীমার মধ্যে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের দাবি, হাওড়ার দিকে প্রবল পলি জমায় বদল হয়েছে স্রোতের গতিপথ। গঙ্গার স্রোত এসে বারবার ধাক্কা দিচ্ছে কলকাতার দিকের পাড়গুলিতে। আর এর জেরে পাড় ভাঙয় বাড়ছে বিপদ।

পুরমন্ত্রী ফিরাহাদ  সংবাদমাধ্যমকে বলেন, “এটা খুব চিন্তার বিষয়। কারণ কলকাতার একটা অংশ ভাঙনের দিকে আসছে। ওই জায়গাটা পোর্ট ট্রাস্টের আওতায়। এমনকী ওদের একটা আলাদা বিভাগ রয়েছে যাঁরা এই সকল গঙ্গার ভাঙনের বিষয় দেখে থাকে। আমি ওদের সঙ্গে কথা বলেছি। দ্রুত বিশেষজ্ঞদের কাজে লাগিয়ে কীভাবে রোধ করা যায় তা দেখতে হবে। আমার ব্যক্তিগত ভাবে যেটা মনে হয়েছে, যেহেতু ওইদিকে (হাওড়া) পলি জমে যাচ্ছে, তার জন্য গঙ্গা এসে এ দিকে গ্রাস করছে।”

You might also like!