kolkata

6 months ago

Durga Puja 2022 : এবার পুজোয় চমক দিতে পুরনো বনেদি বাড়ির আদলে মণ্ডপ সাজাচ্ছে ৬৬ পল্লী

Durga Puja 2022

 

কলকাতা, ২৬ সেপ্টেম্বর : চলতি সপ্তাহে ষষ্ঠী অর্থাৎ উমার বোধনের পালা। পুজো মানেই থিমের চমক। থিমের চমকে জুড়ি মেলা ভার ৬৬ পল্লীর । নিউক্লিয়ার ফ্যামিলির যুগে একান্নবর্তিতে মন ৬৬ পল্লীর। দক্ষিণ কলকাতার বারোয়ারি পুজো গুলোর মধ্যে অন্যতম একটি পুজো ৬৬ পল্লী। আর এবার সেই ৬৬ পল্লীর থিম একান্নবর্তি।

পুজো মণ্ডপ তৈরি হয়েছে কলকাতার পুরনো বনেদি বাড়ির আদলে। প্রতিবছরের মতো এবারও ৬৬ পল্লীর মায়ের পুজো হবে মেয়েদের হাতেই । মহালয়ার পর থেকেই ৬৬ পল্লীর মহিলাচালিত পুজো দেখতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা ।


You might also like!