কলকাতা, ২৭ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে শুরু হওয়া দুর্গাপূজার সময় কলকাতায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) সরসঙ্ঘচালক মোহন ভাগবত। সঙ্ঘ সূত্র এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে অংশ নেবেন সংঘের দুই প্রবীণ প্রচারকের স্মরণসভায় অংশ নিতেই মূলত কলকাতায় আসছেন সরসঙ্ঘচালক ।
তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর প্রচারক কেশবরাও দীক্ষিত এবং ২৩ সেপ্টেম্বর শ্যামলাল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের পর ২৮ সেপ্টেম্বর তাঁরদের উদ্দেশ্যে স্মরণে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত এই স্মরণসভায় উপস্থিত থাকবেন সংঘপ্রধান ভাগবতও। সূত্রের খবর, সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ভাগবত খুব ভোরে কলকাতায় পৌঁছবেন। এখানে কেশব ভবনে তিনি সংঘ ও সহযোগী সংগঠনের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি স্মরণসভায় যোগ দেবেন। সূত্রের খবর, দুর্গাপূজা উপলক্ষ্যে স্বয়ংসেবকদের বাড়িতে খাবারের অনুষ্ঠানও করতে পারেন ভাগবত। তবে এ বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এটি উল্লেখযোগ্য, কেশবরাও দীক্ষিত, মূলত মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন, তাঁর জীবনের ৭০বছরের বেশি সময় পশ্চিমবঙ্গে সঙ্ঘের প্রচারক হিসাবে কাটিয়েছিলেন। ২০ সেপ্টেম্বর কলকাতার অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একইভাবে শ্যামলাল বন্দ্যোপাধ্যায়ও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সংঘের প্রচারক হিসেবে কাজ করেছেন। তাদের দুজনের স্মরণে ডক্টর হেডগেওয়ার মেমোরিয়াল কমিটি এই স্মরণসভার আয়োজন করেছে ।