kolkata

9 months ago

15 feet Bal Ganesh Puja in Canning : ছোটদের অভিনব প্রয়াস, ১৫ ফুটের বাল গণেশ এবার নজর কাড়তে চলেছে ক্যানিংয়ে

15 feet Bal Ganesh Puja in Canning
15 feet Bal Ganesh Puja in Canning

 

ক্যানিং, ২৯ আগস্ট : দেখতে দেখতে ৬ বছর অতিক্রান্ত, কিন্তু মনে হচ্ছে এই তো সেদিন শুরু। ব্যক্তিগতভাবে কেউ অর্থ উপার্জন করে না, সবারই শুধু পড়াশোনার প্রতি মনোনিবেশ। কেউ কলেজ পড়ুয়া, তো কেউ স্কুল ছাত্র। বিগত কয়েক বছরের মতো এবারও তাঁদের অদম্য মনোবল ও নিজেদের আপ্রাণ প্রচেষ্টা একটুও কম হয়নি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জয়দেব পল্লী গণেশ পুজো কমিটির সদস্যরা এবারও নিজেদের প্রয়াসের মাধ্যমে সকলের নজর কাড়তে চলেছে। এবারের গণেশ পুজোয় তাঁদের ভাবনা-১৫ ফুটের বাল গণেশ। পুজো কমিটির সদস্যদের আশা, তাঁদের এই প্রয়াস সাফল্য মণ্ডিত হবেই।

ক্যানিংয়ে গণেশ পুজো হয় হাতে গোনা কয়েকটি, অন্যান্য পুজোগুলিকে ইতিমধ্যেই পিছনে ফেলে দিয়েছে ছোটদের এই পুজো। গণেশ পুজো উপলক্ষ্যে বিগত কয়েক বছরের মতো এবারও জয়দেব পল্লী গণেশ পুজো কমিটির পক্ষ থেকে আয়োজিত হবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা ধরনের অনুষ্ঠান দেখতে পুজোর ক'টা দিন ভিড় জমান মানুষজন। পুজোর দিনগুলিতে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় পুজো কমিটির পক্ষ থেকে। দুঃস্থদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। পরিবেশবান্ধব সমাজ গড়ার লক্ষ্যে গাছের চারাও বিতরণ করা হয়।

এবারও সে সবের অন্যথা হচ্ছে না। গণেশ প্রতিমার বিসর্জনও নজর কাড়তে চলেছে ক্যানিংবাসীর। গোটা ক্যানিং শহরজুড়ে প্রতিমা নিয়ে হবে শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় গত কয়েক বছরের তুলনায় অভিনবত্ব থাকছে বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। প্রস্তুতি শুরু হয়েছে অনেকদিন ধরেই, যাবতীয় কাজ প্রায় শেষ। ১৫ ফুটের বাল শুধু মণ্ডপে আসার অপেক্ষা।


You might also like!