দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পুজোর মুখে রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ১৬ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য টাকা দেবে রাজ্য সরকার। বিকেল থেকেই সরকারি ও সরকার পোষিত স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়তে শুরু করেছে বলে বিদ্যালয় শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।
পুজোর আগেই সকলের অ্যাকাউন্টে তা ঢুকে যাওয়ার কথা। নবান্নের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে। ১৬ লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এর জন্য মোট ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলেই জানা গিয়েছে।
সেপ্টেম্বর মাসেই রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। আজ, দ্বিতীয়াতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হল যে পুজোর আগেই একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে।