kolkata 5 months ago

১ নভেম্বর থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার

Duare Sarkar  Again Start 1st Nov On Ward

 


কলকাতা, ২৮সেপ্টেম্বরঃ পুজো শেষ হলেই রাজ্যে দুয়ারে সরকার। এই মর্মে নির্দেশিকা জারি করলেন মুখ্যসচিব।

১ নভেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার। ৩১ ডিসেম্বরের মধ্যে দুয়ারে সরকার প্রক্রিয়া শেষ করা হবে। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্প হবে। প্রতিটি কর্মসূচির সুবিধা দেওয়া হবে এই 'দুয়ারে সরকার'-এর মাধ্যমে। ইতিমধ্যেই রাজ্যে চারটি পর্যায়ে দুয়ারে সরকার হয়ে গেছে। এই নিয়ে পঞ্চম দুয়ারে সরকার হতে চলেছে রাজ্যে। পঞ্চায়েত ভোটের আগেই আরও একবার দুয়ারে সরকার।


You might also like!