Jharkhand

3 weeks ago

Amit shah: “আগে রোটি-বেটি-মাটিতে ভোট দিন, তারপর নাস্তা করুন”, ঝাড়খন্ড নিয়ে বার্তা অমিত শাহর

Amit shah
Amit shah

 

কলকাতা, ১৩ নভেম্বর : বুধবার ঝাড়খণ্ড বিধানসভার প্রথম পর্যায়ের ভোট নিয়ে এক্সবার্তায় মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি লিখেছেন, “আমি ঝাড়খণ্ডের প্রথম ধাপে ভোট দিতে যাওয়া সমস্ত ভোটারদের কাছে একটি উন্নত ঝাড়খণ্ড গড়তে রেকর্ড ভোট দেওয়ার জন্য আবেদন করছি যা দুর্নীতি, অনুপ্রবেশ এবং তুষ্টিমুক্ত। ঝাড়খণ্ডে উপজাতীয় পরিচয় রক্ষা, মহিলাদের সুরক্ষা এবং যুবকদের কর্মসংস্থানের জন্য উৎসাহের সাথে ভোট দিন। আজ আগে রোটি-বেটি-মাটিতে ভোট দিন, তারপর নাস্তা করুন।”


You might also like!