Jharkhand

3 months ago

oyalanchal University : সঙ্গে সাক্ষাৎ কয়লাঞ্চল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

oyalanchal University (symbolic picture)
oyalanchal University (symbolic picture)

 

রাঁচি, ১৬ জুলাই : ধানবাদের বিনোদ বিহারী মাহাতো কয়লাঞ্চল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাম কুমার সিং মঙ্গলবার রাজভবনে ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করেন ৷ জানা গেছে, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষাসংক্রান্ত বিষয় সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন। রাজ্যপাল উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও উন্নত করার বিষয়ে বলেন এবং তাকে বার্ষিক শিক্ষা-সূচি অনুসরণ করার বিষয়ে আলোচনা করেন।

You might also like!