Jharkhand

3 weeks ago

Anurag Thakur: ঝাড়খণ্ডে এবার পদ্মই ফুটবে, আশাবাদী অনুরাগ ঠাকুর

Anurag Thakur
Anurag Thakur

 

রাঁচি, ১৪ নভেম্বর : ঝাড়খণ্ডে এবার পদ্মই ফুটবে, আশাবাদী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচন প্রসঙ্গে বৃহস্পতিবার অনুরাগ ঠাকুর বলেছেন, "গতকাল ঝাড়খণ্ডে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়া সমস্ত ভোটারদের আমি ধন্যবাদ জানাতে চাই। তাঁরা নিজেদের অপশাসন থেকে মুক্ত করে বিজেপি সরকার আনতে ভোট দিয়েছেন।"

এদিন সকালে রাঁচিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, "১৩ নভেম্বরের কাজ শেষ হয়েছে এবং বাকি কাজ ২০ নভেম্বর সমাপ্ত হবে। ঝাড়খণ্ডে পদ্ম ফুটবে।" উল্লেখ্য, ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে আগামী ২০ নভেম্বর, ফল ঘোষণা ২৩ নভেম্বর।

You might also like!