Jharkhand

1 week ago

Cm Hemant Soren : প্রয়াত মঙ্গল মুন্ডা, শ্রদ্ধাঞ্জলি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের

Hemant Sren
Hemant Sren

 

রাঁচি, ২৯ নভেম্বর : জনজাতি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি ভগবান বিরসা মুণ্ডার বংশধর মঙ্গল মুন্ডা বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। হেমন্ত সোরেন জানিয়েছেন, রিমস-এ চিকিৎসাধীন ভগবান বিরসা মুণ্ডার বংশধর মঙ্গল মুন্ডা জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। মারাং বুরু তাঁর বিদেহী আত্মাকে শান্তি প্রদান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময় উত্তীর্ণ হওয়ার শক্তি দিন।

উল্লেখ্য, মঙ্গল মুন্ডা বৃহস্পতিবার গভীর রাতে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (রিমস)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খুন্তির উলিহাতু গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রসঙ্গত, ২৫ নভেম্বর মঙ্গল মুন্ডা পথ দুর্ঘটনায় আহত হন। তাঁর মাথায় গুরুতর জখম ছিল। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রিমসে নিয়ে আসা হয়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে তিনি প্রয়াত হন।

You might also like!