Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Jharkhand

3 months ago

Ramdas Soren Injured : বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত রামদাস সোরেন, চিকিৎসাধীন ঝাড়খণ্ডের মন্ত্রী

Jharkhand Minister Ramdas Soren Seriously Injured, Admitted To Hospital
Jharkhand Minister Ramdas Soren Seriously Injured, Admitted To Hospital

 

জামশেদপুর, ২ আগস্ট : স্নানকক্ষে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন ঝাড়খণ্ডের মন্ত্রী রামদাস সোরেন। বাড়ির বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। মন্ত্রীকে টাটা মোটরস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝাড়খণ্ড সরকারের স্কুল শিক্ষা, সাক্ষরতা ও নিবন্ধন মন্ত্রী এবং ঘাটশিলার বিধায়ক রামদাস সোরেন শনিবার সকালে ঘোড়াবান্ধায় নিজ বাসভবনের বাথরুমে পিছলে পড়ে যান। বাথরুমে পড়ে যাওয়ায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা তাঁকে তাৎক্ষণিকভাবে টাটা মোটরস হাসপাতালে নিয়ে যান, যেখানে ডাক্তাররা তার চিকিৎসা শুরু করেন। শোনা যাচ্ছে, আরও ভালো চিকিৎসার জন্য মন্ত্রীকে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে। মন্ত্রীর শারীরিক অবস্থা কেমন আছে, তা এখনও জানা যায়নি।

You might also like!