Jharkhand

10 months ago

Jharkhand:ঝাড়খন্ডের গোড্ডায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে, কমপক্ষে ১২ জন আহত

More than 12 people were injured when a bus full of passengers overturned in Jharkhand
More than 12 people were injured when a bus full of passengers overturned in Jharkhand

 

গোড্ডা, ১৩ নভেম্বর : ঝাড়খন্ডের গোড্ডার পাথরগামা থানার কাছে যাত্রী ভর্তি একটি বাস উল্টে ১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। চারজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে জেলার পাথরগামা থানা এলাকায় পীরপাইন্টি প্রধান সড়ক এনএইচ-১৩৩-তে। যাত্রীবাহী বাসটি মন্ডল জাসিডিহ থেকে তিন পাহাড় যাচ্ছিল। এসময় যোগিনী স্থান বারকোপ মোড়ের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। ঘটনায় বাসের অনেক যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পাথরগামা থানার ইনচার্জ গৌতম কাশ্যপ জানিয়েছেন, দূর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস । দুর্ঘটনার সময় বাসে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল। যার মধ্যে অনেক যাত্রী সামান্য আহত হয়েছিল, এবং চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহত চারজনকে অ্যাম্বুলেন্সের করে গোড্ডা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য পাথরগামা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।


You might also like!