Jharkhand

2 weeks ago

Terrorist organization in Jharkhand : ঝাড়খণ্ডে একাধিক জায়গায় অভিযান চালয়ে ৭ জঙ্গি গ্রেফতার

ATS arrested terrorist (symbolic picture)
ATS arrested terrorist (symbolic picture)

 

রাঁচি, ২২ আগস্ট : বড় সাফল্য পেল এটিএস। বৃহস্পতিবার সূত্র মারফত জানা গেছে, ঝাড়খণ্ডের ১৪টি জায়গায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আলকায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট-এর ৭ জঙ্গিকে গ্রেফতার করেছে এটিএস। জানা যাচ্ছে, লোহারদাগার কায়রো, হাজারিবাগ-সহ ঝাড়খণ্ডের একাধিক জেলার ১৪টি জায়গায় অভিযান চালিয়ে এই জঙ্গিদের গ্রেফতার করে এটিএস। লোহারদাগা থেকে যাদের গ্রেফতার করা হয়েছে, সেইসব জঙ্গিদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

You might also like!