International

2 weeks ago

Yunus face protest in Newyork : নিউইয়র্কে বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, স্লোগান তুললেন প্রবাসী বাংলাদেশিরা

Mohammad Yunus and Newyork protest (symbolic picture)
Mohammad Yunus and Newyork protest (symbolic picture)

 

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর : নিউইয়র্কে বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। প্রবাসী বাংলাদেশিরা স্লোগান তোলেন, হিন্দু-সহ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস নিউইয়র্কের যে হোটেলে উঠেছিলেন, সেই হোটেলের বাইরে বাংলাদেশি নাগরিকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এছাড়াও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ইউনূসের বিরুদ্ধে স্লোগানও দেন তাঁরা।

শেখ জামাল হুসেন নামে একজন বিক্ষোভকারী বলেছেন, "মহম্মদ ইউনূস অসাংবিধানিকভাবে, বেআইনিভাবে ক্ষমতা গ্রহণ করেছেন। তিনি নোংরা রাজনীতির মাধ্যমে ক্ষমতা দখল করেছেন এবং অনেক মানুষকে হত্যা করা হয়েছে। এখনও পর্যন্ত আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি। আমরা বিনীতভাবে রাষ্ট্রসঙ্ঘের কাছে অনুরোধ করছি, তিনি এখানে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করেননি।"


You might also like!