International 5 months ago

Vladimir Putin : নিজস্ব ভূখণ্ড রক্ষায় 'সমস্ত উপলব্ধ উপায়' ব্যবহার করবে রাশিয়া : ভ্লাদিমির পুতিন

Vladimir Putin

 

মস্কো, ২১ সেপ্টেম্বর : ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকেই পশ্চিমী বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ক্রমাগত খারাপ হতে শুরু করেছে। রাশিয়া যেভাবে ইউক্রেনে হানাদারি শুরু করেছে, তার জেরে ইউরোপ এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে মস্কোর। এবার পশ্চিমী বিশ্বকে ফের সংযত থাকতে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে জানিয়েছেন, নিজস্ব ভূখণ্ড রক্ষায় 'সমস্ত উপলব্ধ উপায়' ব্যবহার করবে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, পশ্চিমী বিশ্ব নিজেদের অধিকারের সীমা লঙ্ঘন করেছে। রাশিয়াকে ভেঙে টুকরো করতে বিভিন্ন ধরনের পরিকল্পনা শুরু করেছে পশ্চিমী দেশগুলি। রাশিয়া কীভাবে নিজেকে সুসংহত থাকবে, সে বিষয়ে নিজেদেরই ভাবতে হবে। ফলে রুশ সেনায় বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হচ্ছে। রুশ সেনাকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে সমস্ত পরিকল্পনা করা হচ্ছে বলে জানান ভ্লাদিমির পুতিন।


You might also like!