International

9 months ago

Two Air France pilots got into a fight in mid-air : মাঝ আকাশে হাতাহাতিতে জড়ালেন এয়ার ফ্রান্সের দুই পাইলট

Two Air France pilots got into a fight in mid-air
Two Air France pilots got into a fight in mid-air

 

প্যারিস, ২৯ আগস্ট  : ভয়ঙ্কর কাণ্ড ভিয়েনা থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্সের বিমানে। বিমান আকাশে উড়তেই ককপিটে হাতাহাতিতে জড়ালেন দুই পাইলট । এমন ভয়ঙ্কর ঘটনায় সাসপেন্ড করা হয়েছে ওই দুই পাইলটকে।

বচসার জেরে উড়ন্ত বিমানের ককপিটের মধ্যে দুই পাইলট রীতিমতো মারপিট শুরু করেন। এক পাইলট অপর জনকে লক্ষ্য করে ব্রিফকেস ছুড়ে মারেন বলেও অভিযোগ। ককপিটে অস্বাভাবিক আওয়াজ শুনে ভিতরে এসে হাঁ হয়ে যান বিমানের ক্রু সদস্যরা। ককপিটে ঢুকে দুই পাইলটের মারপিট থামান বিমানের এক ক্রু সদস্য। পাইলটরা যাতে আর নিজেদের মধ্যে ঝগড়া না করেন, তা দেখতে বাকি সময়টা ওই ক্রু সদস্য ককপিটেই বসেছিলেন।

এই ঘটনা প্রসঙ্গে এয়ার ফ্রান্সের মুখপাত্র বলেছেন, ‘‘এ ধরনের আচরণ একেবারেই কাম্য নয়।’’ তবে পাইলটদের মধ্যে মারামারির ঘটনায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়নি বলে তাঁর দাবি। দ্রুততার সঙ্গেই তাঁদের ঝগড়া থামানো হয় বলে জানান তিনি। ফলে যাত্রী সুরক্ষায় ব্যাঘাত ঘটেনি। পাইলটদের মধ্যে এ ধরনের আচরণে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা করেছেন অনেকেই।

You might also like!