International

2 months ago

water crisis in Tunisia : তিউনিসিয়ায় রাতে বন্ধ করে দেওয়া হচ্ছে জল, খরা পরিস্থিতিকেই করা হচ্ছে দায়ী

Tunisia is facing water crisis
Tunisia is facing water crisis

 

তিউনিস, ২৯ মার্চ : তিউনিসিয়ার বিভিন্ন শহরে রাতের দিকে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। নিম্নমানের জল ব্যবস্থাপনার এবং ত্রুটিপূর্ণ পরিকাঠামোর পাশাপাশি জলের এই ঘাটতির জন্য খরা পরিস্থিতিকেই দায়ী করা হচ্ছে। হাম্মামেট শহরে জল সরবরাহে একাধিক বার বিঘ্ন ঘটছে বলে নতুন সংসদের আইন প্রণেতা ইয়াসিন মামি জানিয়েছেন।

কিছু কিছু এলাকায় নলে পৌঁছানোর আগেই ৫০ শতাংশ জল নষ্ট হয়ে যাচ্ছে। তিউনিসিয়ার কৃষি মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিক হামাদি হাবিব বলেছেন, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টির ঘাটতি হওয়ায় দেশের বাঁধগুলির জল ধারণ ক্ষমতা প্রায় ১০০ কোটি ঘন মিটার হ্রাস পেয়েছে।


You might also like!