International

1 month ago

Trump-Zelensky meeting: জেলেনস্কির সঙ্গে বৈঠক ট্রাম্পের, ফের যুদ্ধ বন্ধের ডাক মার্কিন প্রেসিডেন্টের

US President Donald Trump & President Volodymyr Zelensky
US President Donald Trump & President Volodymyr Zelensky

 

ফ্লোরিডা, ১৮ অক্টোবর : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হয়েছে শুক্রবার। হোয়াইট হাউসে সেই বৈঠক হওয়ার পরে নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ’-এ আবারও যুদ্ধ বন্ধের জন্য দুই দেশকে আহ্বান জানান তিনি। পাশাপাশি ফ্লোরিডায় (ভারতীয় সময় অনুযায়ী শনিবার সকালে) ট্রাম্প বলেছেন, "আমি রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে দেখা করেছি এবং আমাদের মধ্যে খুব ভালো ও আন্তরিক বৈঠক হয়েছে। তাঁদের অবিলম্বে যুদ্ধ বন্ধ করা উচিত।"

যুদ্ধের বন্ধের আহ্বান জানিয়ে ট্রাম্প আরও বলেন, "যুদ্ধ থামানো উচিত এবং উভয় পক্ষেরই ঘরে ফিরে যাওয়া উচিত, নিজেদের পরিবারের কাছে যাওয়া উচিত, হত্যা বন্ধ করা উচিত এবং এটিই হওয়া উচিত। যুদ্ধক্ষেত্রে এখনই থামুন। আমি রাষ্ট্রপতি জেলেনস্কিকে এটি বলেছি। আমি রাষ্ট্রপতি পুতিনকেও এটি বলেছি।"

You might also like!