নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর : ভারত ও জাপানের মধ্যে বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর দ্বিতীয় টু টু মন্ত্রী পর্যায়ের বৈঠক হতে চলেছে। তার আগে জাপানের রাজধানী টোকিও-তে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার ভারত-জাপান টু টু মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গোলিয়া থেকেই টোকিও-তে যাবেন। ৭-১০ সেপ্টেম্বর টোকিও-তে আয়োজিত ভারত-জাপান দ্বিতীয় টু টু মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তাঁরা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, বিভিন্ন ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে জাপানি প্রতিপক্ষের সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক আলোচনা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সফরের সময় তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও সাক্ষাৎ করবেন।