International

2 weeks ago

Kamala Harris:সমস্ত আমেরিকানদের প্রেসিডেন্ট হব, প্রতিশ্রুতি দিচ্ছি : কমলা হ্যারিস

Kamala Harris
Kamala Harris

 

শিকাগো, ২৩ আগস্ট : আমেরিকার প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন গ্রহণ করলেন কমলা হ্যারিস। ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন গ্রহণ করার পর কমলা হ্যারিস জানিয়েছেন, "আমি সমস্ত আমেরিকানদের প্রেসিডেন্ট হব, এই প্রতিশ্রুতি দিচ্ছি।" আমেরিকার শিকাগোতে এক সম্মেলনে কমলা হ্যারিস বলেছেন, "আমি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য আপনাদের মনোনয়ন গ্রহণ করছি। এই নির্বাচনের মাধ্যমে, আমাদের দেশের কাছে অতীতের তিক্ততা, নিন্দাবাদ এবং বিভেদমূলক লড়াইগুলি অতিক্রম করার একটি মূল্যবান, ক্ষণস্থায়ী সুযোগ রয়েছে, একটি নতুন পথ তৈরি করার সুযোগ রয়েছে।"

কমলা হ্যারিস আরও বলেছেন, "আমি সমস্ত আমেরিকানদের রাষ্ট্রপতি হব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। দেশকে সর্বদা দল ও নিজের থেকে ঊর্ধ্বে রাখবো, এ বিষয়ে আপনারা সর্বদা আমার ওপর আস্থা রাখতে পারেন। আইনের শাসন থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত পবিত্র আমেরিকার মৌলিক নীতিগুলি ধরে রাখতে আমার ওপর আস্থা রাখতে পারেন।"

You might also like!