কলকাতা, ৯ সেপ্টেম্বর : রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করল। বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশক্রমে, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শুক্রবার এক বিবৃতিতে জানান, “এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর মৃত্যুতে আজ ৯ সেপ্টেম্বর ২০২ শুক্রবার হতে ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ০৩ (তিন) দিনের শোক পালন করা হবে।
এই উপলক্ষে এদিন ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার হতে ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার পর্যন্ত বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।