International

2 weeks ago

Taslima Nasrin: ‘বাংলাদেশের কুয়ো থেকে জন্ম নেওয়া আকাট মূর্খদের’ তোপ তসলিমার

Taslima Nasrin
Taslima Nasrin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ‘বাংলাদেশের কুয়ো থেকে জন্ম নেওয়া আকাট মূর্খদের সামাজিক মাধ্যমে তোপ দাগলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “তারা যে দেশটি নতুন বানিয়েছে, তাকে জিহাদিস্তান বলতেই আমি পছন্দ করি। এই দেশে আমি লক্ষ্য করেছি, আমি যদি হাসিনার কোনও অন্যায়ের সমালোচনা করি, তাহলে মূর্খগুলো বলে আমি বিএনপিকে সমর্থন করি, বিএনপি আমাকে টাকা দিয়েছে। আমি যদি খালেদা জিয়া বা তারেক জিয়ার কোনও অন্যায়ের প্রতিবাদ করি, তাহলে লোকে বলে আমি আওয়ামী লীগের, আমাকে লীগ টাকা পয়সা দিয়েছে।

আমি যদি হিন্দুদের ওপর আক্রমণের নিন্দে করি, তাহলে বলে ভারত আমাকে টাকা পয়সা দিচ্ছে। আমি যদি জামাত-শিবির বা ইউনুস সরকারের কোনও অন্যায়ের নিন্দে করি, তাহলে বলে আমি হাসিনাকে ফেরত আনার ষড়যন্ত্র করছি, অথবা লীগের টাকা পয়সা খেয়েছি। আমি যদি ইসলাম বা ইসলামি কট্টরপন্থার নিন্দে করি, তাহলে লোকেরা বলে আমাকে হিন্দু, খ্রিস্টান, ইহুদিরা টাকা দিয়েছে এই কাজের জন্য।

এই দুর্নীতিগ্রস্ত অর্থলোভী লোকেরা ভাবতেই পারে না, টাকা ছাড়াও মানুষ প্রতিবাদ করে অন্যায়ের। নীতি এবং আদর্শের কারণে করে। সুস্থ সমাজ তৈরির জন্য করে, পৃথিবীকে বাসযোগ্য করার জন্য করে। গাঁটের পয়সা খরচ ক'রে করে। এরা নিজেরা যেমন লোভী আর স্বার্থপর হওয়ার শিক্ষা পেয়ে বড় হয়েছে, তেমন মনে করে সবাই বোধ হয় ওই শিক্ষা পেয়েছে, সবাই বোধ হয় তাদের মতোই লোভী আর স্বার্থপর।

এই দেশটায় আমার জন্ম হয়েছিল। এই দেশটায় আমি বেড়ে উঠেছিলাম। অবিশ্বাস্য মনে হয়! আমার দেশটা এখন নিতান্তই চোর ডাকাত খুনী আর অসভ্য মানুষের দেশ। দেশটা দিন দিন হিংস্র মানুষের জঙ্গল হয়ে উঠছে। লাল গালিচা বিছিয়ে দিলেও এই দেশটায় আমার কোনওদিন ফিরতে ইচ্ছে করবে বলে মনে হয় না।”

You might also like!