লন্ডন, ৭ সেপ্টেম্বর : একটুর জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়া হয়নি ঋষি সুনকের। নয়া নির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভায় ঠাঁই পাননি ঋষি। তবে ব্রিটেনের হোম সেক্রেটারি হিসেবে লিজ বেছে নিয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূতকে। লিজ ট্রাস ক্যাবিনেটে হোম সেক্রেটারি পদে যোগ দিচ্ছেন সুয়েলা ব্রেভারম্যান।
এর আগে বরিস মন্ত্রিসভায় তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব সামলেছেন। এবার ফের এক গুরুত্বপূর্ণ পদে যোগ দিচ্ছেন এই ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী সুয়েলা ব্রেভারম্যান ব্রিটেনের নতুন স্বরাষ্ট্র সচিব নিযুক্ত হয়েছেন। তাঁর পূর্বসূরীও ছিলেন ভারতীয় বংশোদ্ভূত। সম্প্রতি পদত্যাগ করেন বরিস জনসন মন্ত্রিসভার সদস্য প্রীতি প্যাটেল।