International

1 year ago

Special gift to Rajnath singh : মঙ্গোলিয়া ঘোড়া উপহার পেয়েছেন রাজনাথ সিং, নাম রাখলেন 'তেজস'

Special gift to Rajnath singh from Mangolia
Special gift to Rajnath singh from Mangolia

 

উলানবাতার, ৭ সেপ্টেম্বর : মঙ্গোলিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানেই অভিনব উপহার পেলেন তিনি। মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে তাঁকে উপহার দেওয়া হল একটি ঘোড়া। ঘোড়াটিকে তেজস নাম দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বুধবার টুইট করে জানিয়েছেন, মঙ্গোলিয়ায় আমাদের বিশেষ বন্ধুদের কাছ থেকে একটি বিশেষ উপহার। আমি এই অপূর্ব সৌন্দর্যের নাম দিয়েছি, ‘তেজস’। ধন্যবাদ, প্রেসিডেন্ট খুরেলসুখ। ধন্যবাদ মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতারে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে এদিন শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।


You might also like!