International

2 months ago

Singapore : ৩০ জন যাত্রীকে না নিয়েই অমৃতসর থেকে উড়ে গেল সিঙ্গাপুরগামী বিমান, তদন্তের নির্দেশ ডিজিসিএ-র

Singapore-bound flight takes off from Amritsar airport

 

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি : এক-দু'জন নন, ৩০ জনের বেশি যাত্রীকে না নিয়েই অমৃতসর বিমানবন্দর থেকে উড়ে গেল সিঙ্গাপুরগামী একটি বিমান। অমৃতসর বিমানবন্দর সূত্রের খবর, স্কুট এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী বিমানটি সন্ধ্যা ৭টার পরে অমৃতসর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করার কথা ছিল, তবে এয়ারলাইন কর্তৃপক্ষ বুধবার বিকেল ৩-৪টার মধ্যে যাত্রার সময় পরিবর্তন করে এবং সমস্ত যাত্রীদের ই-মেলের মাধ্যমে জানিয়ে দেয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যে ট্রাভেল এজেন্ট গ্রুপের ৩০ জনের জন্য টিকিট বুক করেছিলেন, তিনি যাত্রীদের সিঙ্গাপুরগামী বিমানের সময় পরিবর্তন সম্পর্কে অবহিত করেননি। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। ডিজিসিএ বৃহস্পতিবার জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে বিমান ছেড়ে যাওয়ার বিষয়টি ডিজিসিএ বিষয়টি খতিয়ে দেখছে। ৩০ জনেরও বেশি যাত্রীকে না নিয়ে চলে গিয়েছিল বিমানটি।


You might also like!