International

7 months ago

S Jaysankar visit to UAE : এস জয়শঙ্কর বুধবার সংযুক্ত আরব আমিরশাহী যাচ্ছেন, রয়েছে ঠাসা কর্মসূচি

s jayshankar to visit UAE on 31 august

 

নয়াদিল্লি, ৩০ আগস্ট : ভারত–সংযুক্ত আরব আমীর শাহী যৌথ কমিশনের চতুর্দশ বৈঠকের সহ-সভাপতিত্ব করতে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বুধবার, ৩১ আগস্ট সে দেশ সফরে যাচ্ছেন। সফরকালে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমীর শাহীর বিদেশমন্ত্রী শেখ আব্দুল বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও তৃতীয় কৌশলগত আলোচনায় যোগ দেবেন। তিন দিনের সফরে ড: এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরশাহীতে বিভিন্ন প্রতিনিধি মণ্ডলের সঙ্গে সাক্ষাত করবেন।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকগুলি ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পূর্ণ বর্ণালী পর্যালোচনা করার সুযোগ প্রদান করবে। মন্ত্রক জানিয়েছে, ভারত এবং সংযুক্ত আরব আমিশাহীর মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের মিথস্ক্রিয়া বিনিময় হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের জুন মাসে আবুধাবি সফর করেন এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও দেখা করেন।

You might also like!