নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : দুই দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ১০-১২ সেপ্টেম্বর সৌদি আরব সফর করবেন তিনি। ভারতের বিদেশমন্ত্রী হিসেবে মধ্যপ্রাচ্যের এই দেশে এটাই এস জয়শঙ্করের প্রথম সফর।
শুক্রবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০-১২ সেপ্টেম্বর সৌদি আরব সফর করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দু''দিনের এই সফরে ভারত-সৌদি আরব কৌশলগত অংশীদারি পরিষদের ফ্রেমওয়ার্কের আওতায় প্রতিষ্ঠিত রাজনৈতিক, নিরাপত্তা, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত কমিটির মন্ত্রী পর্যায়ের বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন এস জয়শঙ্কর
পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন এস জয়শঙ্কর। সেদেশে বসবাসরত প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।